পৃষ্ঠাসমূহ

প্রথম পাতা

প্রথম পাতা

ক্যারিয়ার গঠন ছাত্রজীবন থেকেই শুরু হয়। প্রথমে জ্ঞানার্জনের মধ্যে, পরে জ্ঞানের সঙ্গে ভবিষ্যৎ পেশার একটি সমন্বয় সাধনের চেষ্টা। জ্ঞানার্জনের পরিধি  বতর্মানে অনেক বেশি বিস্তৃত । এটা সম্ভব হয়েছে প্রযুক্তির উৎকর্ষের ফলে। যেমন নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে, তেমনি বেড়েছে প্রতিযোগীতার মাত্রা। কাজেই পেশা সমন্ধে একজন জীবনের শুরু থেকেই  যদি চিন্তা ভাবনা না করে, তবে প্রতিযোগীতায় সে অনেক পিছিয়ে পড়ে। একটা সময় ছিল যখন বলা হতো, জ্ঞান শুধুই জ্ঞানের জন্য। কিন্তু সে ধারনায় কিছুটা পরিবতর্ন এসেছে। জ্ঞানের সঙ্গে একজনের জীবনের  অভিষ্ট লক্ষ্যের একটি সমন্বয় অত্যন্ত প্রয়োজন। অর্থাৎ শিক্ষাই একজনের পরবর্তী জীবনের হাতিয়ার।
আমাদের সবার মধ্যেই  কম-বেশী প্রতিভা আছে। সেটা সাহিত্য বিজ্ঞান, শিল্পকলা ইত্যাদি যেকোন বিষয়েই হতে পারে। কেউ যদি শুরুতেই নিজস্ব প্রবনতার সঙ্গে বাইরের প্রভাবের সমন্বয়  ঘটাতে পারে, সেটাই সবচেয়ে ভালো।

ক্যারিয়ার ভাবনার চার ধাপ

  • নিজেকে জানা: আগে জানতে হবে নিজেকে। নিজের ভাল লাগা মন্দ লাগা। ব্যক্তিত্ব, রুচি, মুল্যবোধ। আগ্রহের বিষয়, চারিত্রিক বৈশিষ্ট্য যেসব বিষয় আপনার কাজকে প্রভাবিত করে বা করবে। সামর্থ্য, আত্মবিশ্বাস, দুর্বলতা।
  • খোঁজ খবর: কাজের ধরন, ক্যারিয়ার গড়ার সম্ভাবনা, আর্থিক নিরাপত্তা, কাজের পরিবেশ, সে পেশায় আসতে গেলে কী ধরনের  যোগ্যতা, দক্ষতা অভিজ্ঞতা আর শিক্ষাগত যোগ্যতা।
  • সিদ্ধান্ত ও পরিকল্পনা: নিজের সামর্থ্য, পছন্দ এবং বাজারে চাকরির সহজলভ্যতা অনুযায়ী ক্যারিয়ার নির্বাচনের সিদ্ধান্ত।
  • নিজেকে তৈরি করা: ক্যারিয়ার নির্বাচন এবং ছক তৈরির পর নিজেকে তৈরি করা। পেশা অনুযায়ী পড়াশোনা, দক্ষতা বাড়ানো এবং প্রাসঙ্গিক অভিজ্ঞতা অর্জন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন