পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১২

Petroleum Engineering (পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং)

পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং হচ্ছে ভূগর্ভস্থ সম্পদবিষয়ক প্রকৌশল। এখানে বিভিন্ন পেট্রোলিয়ামজাত সম্পদ যেমন: তেল, কয়লা, গ্যাসের অনুসন্ধান, উত্তোলন, পরিশোধন-সম্পর্কিত বিষয়গুলো পড়ানো হয়। এ বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করা যাবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েটে)। আসনসংখ্যা ৩১টি। ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি—এই চার বিষয় মিলিয়ে কমপক্ষে ১৭ গ্রেড পয়েন্ট থাকতে হবে। তবে কোনো বিষয়ে ৩-এর নিচে পাওয়া যাবে না, আর মাধ্যমিকে থাকতে হবে জিপিএ-৪। বিস্তারিত তথ্য: ০১৫৫৫ ৫৫৫০১১-১২, cuet.ac.bd
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (যবিপ্রবি) পড়া যাবে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং। আসন ৩০টি। যবিপ্রবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে জিপিএ থাকতে হবে ৬.৫। বিস্তারিত তথ্য: ০১৫৫২২০০৫৫৩-৫৪, jstu.edu.bd
এ ছাড়া পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করার সুযোগ রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। বিস্তারিত তথ্য: buet.ac.bd ওয়েবসাইট এবং ০২-৯৬৬৫৬৫০-৮০ ফোন নম্বর।


source: http://prothom-alo.com/detail/date/2012-09-19/news/290586

1 টি মন্তব্য:

  1. আরে মিয়াভাই চিটাগাং এ পেট্রোলিয়াম খলার আরো ৬ বছর আগে শাহজালাল ইউনিভার্সিটি তে খুলসে।এটাই বাংলার মাটিতে প্রথম পেট্রোলিয়াম ও মাইনিং ডিপার্টমেন্ট,বুজলেন তো!!

    উত্তরমুছুন