পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১১

Cabin Crew (বিমানবালা/কেবিন ক্রু)

Cabin Crew (বিমানবালা/কেবিন ক্রু)

আকাশে স্বপ্নের ঠিকানা। আকাশে উড়ার সাধ অনেকেরই থাকে। বিশেষ করে পাইলট বা এয়ার হোস্টেস হয়ে। এসব পেশায় আকাশের বুকে উড়ার পাশাপাশি জানা যায় গোটা বিশ্বকেই। এয়ার হোস্টেস বা বিমানবালা পেশার অফিসিয়াল নাম হচ্ছে কেবিন ক্রু। অনেকের কাছেই এটি একটি আকর্মনীয় পেশা।
মুখশ্রী মোটামোটি সুশ্রী, বাচন ভঙ্গি ভালো ও সুন্দর ব্যবহারের অধিকারী হতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতাঃ এ পেশায় আসতে হলে স্নাতক পাশ হতে হবে।
  • উচ্চতাঃ কমপক্ষে ৫-২ ইঞ্চি,
  • বয়সঃ ১৮ ঊর্ধ্ব।
ইংরেজিতে দক্ষতা থাকতে হবে আর হতে হবে সহনশীল।
  • কিভাবে হবেন এয়ার হোষ্টেসঃ শূন্যপদ সৃষ্টি হলেই এয়ার লাইন্সগুলো পত্রিকায় বিঙ্গাপন দেয়। আগ্রহী প্রার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হয়।প্রার্থীর বাচন ভঙ্গী, উপস্থিত বুদ্ধি, উপস্থাপনা, হাসি সহ বিভিন্ন পরীক্ষা নেওয়া হয়। এ পরীক্ষায় উত্তীর্নদের দিতে হয় লিখিত পরীক্ষা। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ন হওয়ার পর মৌখিক পরীক্ষায় উত্তীর্ন হতে হয়। এরপর ডাক্তারী পরীক্ষা। নির্বাচিতদের কাজে যোগ দেওয়ার আগে প্রশিক্ষন দিতে হয়। সেখানে একজন কেবিন ক্রু কে পড়াশোনা করতে হয় এ বিষয়ের উপর। তাদের কাজ হচ্ছে, বিমান যাত্রীদের হাসিমুখে সেবা করা এবং সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য রাখা। প্রশিক্ষনে কৃতকার্যদের  প্রাথমিক ভাবে ৩ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। পরে কর্মদক্ষতার উপর চুক্তির মেয়াদ বাড়ানো হয়। নির্ধারিত বেতন ছাড়াও  যখন যে দেশে যাবেন সে দেশে থাকা খাওয়া , ফ্লাই আওয়ার এর  ভিত্তিতে  ভাতা সব মিলিয়ে  একজন এয়ার হোষ্টেস মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত আয় করেন।

1 টি মন্তব্য:

  1. আমায় বলবেন কি, এই প্রশিক্ষন কোথায় দেওয়া হয়? নাকি প্রশিক্ষনের দরকার পড়েনা?

    উত্তরমুছুন