পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১১

পাইলট


অনেকেরই থাকে আকাশে ওড়ার সাধ। কিন্তু মানুষ ডানা ঝাপটালেই উড়তে পারে না। তার দরকার যান্ত্রিক সহযোগিতা। একমাত্র বিমান দিয়েই পুরণ হয় মানুষের উড়ার সাধ। বিশাল এই বাহনকে যিনি উড়িয়ে নিয়ে যান তিনিই পাইলট। অনেকেরই সাধ জাগে পাইলট হতে। কিন্তু কিভাবে??

বাংলাদেশে এরকম দুটি বেসরকারী প্রতিষ্টান আছে- যাদের কাছে প্রশিক্ষন নিয়ে আপনিও হতে পারেন পাইলট।
এ দুটো প্রতিষ্টান হচ্ছে,
  • এয়ার পারাবত আর
  • বাংলাদেশ ফ্লাইং একাডেমি  অ্যান্ড জেনারেল এভিয়েশন লিমিটেড।
প্রশিক্ষন দেওয়া হয় মুলত দু ভাবে।
  • এক, ব্যক্তিগত ভাবে প্রাইভেট লাইসেন্স পাওয়ার জন্য।
  • দুই, বানিজ্যিক লাইসেন্স পাওয়ার জন্য।
কেউ কেউ ব্যক্তিগত ভাবে বিমান কিনে চালানোর জন্য লাইসেন্স নিতে চান। সেক্ষেত্রে যোগত্যা লাগবে এস এস সি পাস। আর কমার্সিয়াল লাইসেন্স এর জন্য পদার্থ ও গনিতসহ এইচ এস সি তে কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ন হতে হবে। আর বয়%

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন