পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১১

ইন্টেরিয়র ডিজাইন

পড়াশোনা শেষ করে অনেকেই ক্যারিয়ার  গড়তে চান সৃষ্টিশীল। কিন্তু একটু ভিন্ন্ রকম কোন পেশায়। সে রকম একটি পেশা ইনটেরিয়র ডেকোরেশন। আজকাল পেশা হিসেবে অনেকেই ইন্টেরিয়র ডিজাইনিং বেছে নিচ্ছেন। বিদেশ তো বটেই দেশেও এর চাহিদা সৃষ্টি হয়েছে ব্যাপকই। এ পেশায় ভবিষ্যৎ খুবই ভালো। কারন দিনে দিনে বিভিন্ন শ্রেণীর মধ্যে ইন্টেরিয়র ডেকোরেশনের চাহিদা বাড়ছে। আর অন্যান্য পেশাতে তুমুল প্রতিযোগীতা শূরু হলেও এ পেশাতে এখনো ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে।  বিশেষত বিভিন্ন অফিস ব্যাংক বাসা প্রভৃতিতে এর চাহিদা বেশী। তাই ইচ্ছে করলে আপনিও আসতে পারেন এই সৃষ্টিশীল পেশায়।
  • যোগত্যাঃ এইচ এস সি, অথবা এ লেভেল
  • কোথায় শিখবঃ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন