পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১২

Industrial production engineering (ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন ইঞ্জিনিয়ারিং)

ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন ইঞ্জিনিয়ারিং


ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রডাক্ট ডিজাইন, ম্যানুফ্যাকচারিং প্রসেসসহ প্রকৌশলের মৌলিক বিষয় এবং শিল্পপ্রতিষ্ঠান ব্যস্থাপনা-সংক্রান্ত বিষয়সমূহ পড়ানো হয়ে থাকে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এ বিষয়ে স্নাতক পড়ানো হচ্ছে।
বুয়েটে আসনসংখ্যা ৩০টি। এখানে আবেদনের জন্য উচ্চমাধ্যমিকে গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান—এই তিনটি বিষয়ের প্রতিটিতে গ্রেড পয়েন্ট ৫ এবং ইংরেজিতে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪ থাকতে হবে। বিস্তারিত তথ্য: buet.ac.bd ওয়েবসাইটে এবং ফোন: ০২-৯৬৬৫৬৫০-৮০।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যা ৩০টি। আবেদনের জন্য মাধ্যমিকে জিপিএ-৪ থাকতে হবে। উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন—এই তিনটি বিষয়ের প্রতিটিতে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪ এবং ইংরেজিতে কমপক্ষে ৩.৫-সহ মোট গ্রেড পয়েন্ট ১৭.৫ থাকতে হবে। (তথ্যসূত্র: ভর্তি বিজ্ঞপ্তি ২০১১)। বিস্তারিত তথ্য: ruet.ac.bd ওয়েবসাইটে এবং ফোন: ০৭২১-৭৫০৭৪২-৩।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আসনসংখ্যা ৬০টি। আবেদনের জন্য মাধ্যমিকে জিপিএ-৪ থাকতে হবে। উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন—এই তিনটি বিষয়ের প্রতিটিতে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.৫ এবং ইংরেজিতে কমপক্ষে ৩-সহ মোট গ্রেড পয়েন্ট ১৮ থাকতে হবে। বিস্তারিত তথ্য: kuet.ac.bd ওয়েবসাইটে এবং ফোন: ০৪১-৭৬৯৪৭১।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আবেদন করতে হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলে জিপিএ ৬.৫ থাকতে হবে। সেই সঙ্গে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন প্রতিটি বিষয়ে কমপক্ষে ৩.৫ গ্রেড পয়েন্ট থাকতে হবে। বিস্তারিত তথ্য: sust.edu ওয়েবসাইটে।
আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলে জিপিএ-৮ থাকতে হবে। সেই সঙ্গে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন প্রতিটি বিষয়ে কমপক্ষে ৩.৫ গ্রেড পয়েন্ট থাকতে হবে। বিস্তারিত তথ্য: aust.edu ওয়েবসাইটে এবং ফোন: ০২-৮৮৭০৪২২।

Source: http://prothom-alo.com/detail/date/2012-09-19/news/290586

Aeronautical Engineering (অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং)

অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং

এখন দেশেই পড়া যাচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। এয়ারক্রাফটের দীর্ঘ দেহের নানা কলকবজার রক্ষণাবেক্ষণ, নির্মাণশৈলী ও কর্মকৌশল নিয়ে পাঠ দেওয়া হয় এখানে। এর সঙ্গে যান্ত্রিক, ইলেকট্রনিক ও রাডারের কার্যক্রম সম্পর্কেও ধারণা দেওয়া হয় এই প্রকৌশলবিদ্যায়।
বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি)। আসনসংখ্যা ৬৫টি। এমআইএসটির ভর্তিবিষয়ক যেকোনো তথ্য জানতে ভিজিট করা যাবে mist.ac.bd ওয়েবসাইটে, কিংবা ৮০৩৫৪১৯ ও ০১৬৮০৩২১০৫৬ নম্বরে ফোন করে জেনে নেওয়া যেতে পারে বিস্তারিত তথ্য।
এ ছাড়া এ বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করা যাবে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজিস, সেক্টর-১১, রোড-০২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকায়। ফোন: ০১৯৩৭১৮২৪৭০, ৮৯৯১৩৭১। বিস্তারিত তথ্য: catechedu.com ওয়েবসাইটে।
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) আবেদন করতে চাইলে শিক্ষার্থীর বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ন্যূনতম জিপিএ-৪ থাকতে হবে। এখানে ভর্তির ক্ষেত্রে চারটি বিষয়ের গুরুত্ব রয়েছে। পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজি—এই চারটি বিষয়ের দুটিতে গ্রেড পয়েন্ট ৪-সহ সবগুলোতে কমপক্ষে ৩.৫ গ্রেড পয়েন্ট থাকতে হবে। এখানে ২০১১ ও ২০১২ সালে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। অন্যদিকে, স্নাতক পর্যায়ে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজিতে যেকোনো বছরে পাস করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ভর্তির আবেদনের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে।

Source: http://prothom-alo.com/detail/date/2012-09-19/news/290586

Petroleum Engineering (পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং)

পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং হচ্ছে ভূগর্ভস্থ সম্পদবিষয়ক প্রকৌশল। এখানে বিভিন্ন পেট্রোলিয়ামজাত সম্পদ যেমন: তেল, কয়লা, গ্যাসের অনুসন্ধান, উত্তোলন, পরিশোধন-সম্পর্কিত বিষয়গুলো পড়ানো হয়। এ বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করা যাবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েটে)। আসনসংখ্যা ৩১টি। ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি—এই চার বিষয় মিলিয়ে কমপক্ষে ১৭ গ্রেড পয়েন্ট থাকতে হবে। তবে কোনো বিষয়ে ৩-এর নিচে পাওয়া যাবে না, আর মাধ্যমিকে থাকতে হবে জিপিএ-৪। বিস্তারিত তথ্য: ০১৫৫৫ ৫৫৫০১১-১২, cuet.ac.bd
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (যবিপ্রবি) পড়া যাবে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং। আসন ৩০টি। যবিপ্রবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে জিপিএ থাকতে হবে ৬.৫। বিস্তারিত তথ্য: ০১৫৫২২০০৫৫৩-৫৪, jstu.edu.bd
এ ছাড়া পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করার সুযোগ রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। বিস্তারিত তথ্য: buet.ac.bd ওয়েবসাইট এবং ০২-৯৬৬৫৬৫০-৮০ ফোন নম্বর।


source: http://prothom-alo.com/detail/date/2012-09-19/news/290586